Kapasia (Gazipur) Representative:
গাজীপুরে কাপাসিয়া জমি সংক্রান্ত বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।মঙ্গলবার (১ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার করিহাতা ইউনিয়নের বেয়াইধর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ নাঈম (২২) তিনি বেয়াইধর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার বেয়াইধর গ্রামের সোহেল, আনোয়ার, জামাল, হুমায়ুন,গংদের দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় হুমায়ুন গংদের লোকজন নিহত নাঈমের নানার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে দা ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
পরে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই হত্যার বিচার দাবি করেন তার পরিবার ও এলাকাবাসী।