Lalmohammad Kibria:
“ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বির্নিমাণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০) মার্চ উপজেলার দারুল ইসলাম দাখিল মাদরাসা মাঠে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইকরা নূরানী তালিমৃল কোরআন বোর্ডের মহাসচিব আলহাজ্ব হাফেজ মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব মাওলানা ইব্রাহিম খলিল ও ধানশাইল ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহম্মেদ।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, হেফাজত ইসলাম শেরপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতী খালিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা ফখরুদ্দিন রাজী, হযরত মাওলানা ফেরদৌস, হযরত মাওলানা ইসমাইল হোসেন জাফরী, হাফেজ ক্বারি আশেকী এলাহি, হযরত মাওলানা মুফতী এমদাদুল হক, আলহাজ্ব মফিজ উদ্দিন মাষ্টার প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার প্রদান করা হয়।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইগাতী উপজেলা শাখার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।