উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ জুন) সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৮৫ মিটার, যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এই প্রবণতায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদীপাড় ও চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চরাঞ্চল এবং সদর উপজেলার খুনিয়াগাছ ও গোকুন্ডা ইউনিয়নের বেশ কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে। এতে চরাঞ্চলের ফসলি জমি, বিশেষ করে ভুট্টা ও বাদাম চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অনেকে বলছেন, পানি বেড়ে যাওয়ায় তারা পরিবার-পরিজন ও গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল হক জিয়া জানান, ইউনিয়নের কিছু কিছু নিচু এলাকায় ইতোমধ্যে পানি ঢুকে পড়েছে। অন্যদিকে মহিষখোচা ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান মতি বলেন, আজ সকাল থেকেই তিস্তার পানি অস্বাভাবিক হারে বাড়ছে, এতে চরাঞ্চলের কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানা গেছে।
Trending
- কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে পুলিশ সদস্যের অশ্লীল ফেসবুক পোস্ট : প্রতিবাদে সড়ক অবরোধ
- নোবিপ্রবির আবাসিক হল থেকে মাদক উদ্ধার, দুই শিক্ষার্থী বহিষ্কার
- এনাম ডেন্টাল আই কেয়ারের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের হেভিওয়েট প্রার্থী হিসেবে সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব
- গভীর রাতে ভিডিও কলে নারী শিক্ষার্থীদের বন্ধু পরিচয়ে ঘনিষ্ঠ হতে চান ইবি শিক্ষক
- গৌরীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
- সাতক্ষীরা সীমান্ত থেকে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ
- স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদে তজুমদ্দিনে বিএনপির মানববন্ধন