মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে বড় ভাইর বাড়ি যাওয়া রাস্তা জোরপূর্বক বন্ধ করে ছোট ভাই বসত ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এতে চলাচলের চরমভগান্তিতে বড় ভাইয়ের পরিবারের সদস্যদের।
ঘটনাটি কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমুরিয়া পূর্বপাড়া এলাকায় ঘটেছে। ভুক্তভোগী ওই এলাকার মৃত- তছির উদ্দিনের বড় ছেলে আবু বক্কর।
জানা যায়, তপশীল বর্ণিত বাজেডুমুরিয়া মৌজার ৫১২ খতিয়ানে ছয়টি দাগে জমির পরিমাণ- ৩৩ শতক জমির মালিক মৃত তছির উদ্দিন। তার মৃত্যুর পর সকল সম্পত্তি ভাইবোনদের মধ্যে বাটোয়ারা হলেও বড় ভাই জমি পেয়েছেন নামে মাত্র। তার বাড়ি চলাচলের রাস্তাসহ সম্পুর্ন জমি দখল করে বাড়ি নির্মান করেছে ছোট ভাই সোহরাব উদ্দিন। এ বিষয় কিশোরগঞ্জ থানা, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানকে নিয়ে গ্রামে একাধিক বার সালিশ করা হলেও কোন প্রতিকার মেলেনি ভুক্তভোগী পরিবারটির। সালিশের মধ্যে চলাচলের রাস্তাসহ বড় ভাই আবু বক্করের জমি ছেড়ে দিতে চাইলেও পরে জমি ছেড়ে দেয় না ছোট ভাই সোহরাব উদ্দিন।
ভুক্তভোগী আবু বক্কর বলেন, আমি গরিব মানুষ। সিলেট গিয়ে রিস্কা চলে জিবন যাপর করি। আমি বাইরের থাকার কারনে আমার ছোট ভাই সোহরাব উদ্দিন জোর করে জমি দখল করে বাড়ি নির্মাণ করে এবং আমার বাড়ি চলাচলের রাস্তাটাও বন্ধ করে দেয়। বাড়িতে একটা মানুষ মারা গেলে তার লাশ বাইর করাও যাবে না। আমার স্ত্রী এর প্রতিবাদ করলে তাকে মারধর করে ফেলে রাখা এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। আমি এ বিষয় একাধিক যায়গাতে বিচার দিলেও কোন সুরা পাইনি। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
এলাকার একাধিক ব্যক্তি বলেন, আবু বক্কর তার পৈতৃক সম্পত্তির ভাগ পাবে। সে সম্পত্তি ছোট ভাই সোহরাব উদ্দিন দখল করে আছে। আমরা একাধিক বার সালিশ করছি, সালিশের মধ্যে সে কথা দেয় জমি ও চলাচলের রাস্তা ছেড়ে দিবে। কিন্তু সালিশে পরে জমি ও চলাচলের রাস্তা ছেড়ে দেয় না।
জমি দখল ও রাস্তা বন্ধ করে দেওয়ার বিষয়ে ছোট ভাই সোহরাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে কৌশল এড়িয়ে যান এবং বলেন পরে কথা হবে।
এ বিষয় কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।