Gaibandha Correspondent
গাইবান্ধার সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ছড়াকার মশিয়ার রহমান খান বুধবার(১৯ মার্চ)
ভোরে ঢাকায় মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।গত কয়েক বছর থেকে তিনি তার ছেলে ডা. ইশতিয়াক খান নির্ঝর এর তত্তাবধানে ঢাকায়ই থাকতেন।
বহুমুখী প্রতিভার অধিকারী মশিয়ার রহমান খাঁন সাপ্তাহিক গাইবান্ধা,দৈনিক সন্ধান এর প্রকাশক ও
সম্পাদক ছাড়াও দীর্ঘ বছর দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ছিলেন।এছাড়াও গাইবান্ধার শিশু
সংগঠন ‘সাত ভাই চম্পা’ ও যুব সংগঠন আবাহনীর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।জেলা শহরের ব্রীজ
রোডে তাঁর বাড়ি।তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ
বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করা হয়েছে।