শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ছাত্রদল নেতা জুলকার নাইন এর উপর এক রোমহর্ষক ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রানীশিমুল ইউনিয়নের ভায়াডাংগা বাজারের একটি হোটেলের সামনে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুলকার নাইন ওই হোটেলে খাবার কিনতে গেলে পেছন থেকে ধারালো রামদা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে বানিয়া পাড়া গ্রামের শুটকু মিয়ার ছেলে আব্দুল করিম ওরফে আন্ডা মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী আব্দুল করিম পূর্ব পরিকল্পিতভাবেই ওঁৎ পেতে ছিল। জুলকার হোটেলে প্রবেশ করার মুহূর্তে হঠাৎ পেছন থেকে রামদা দিয়ে তার মাথা ও পিঠে একাধিক কোপ দেয়। এতে জুলকার মারাত্মকভাবে আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, অবস্থা গুরুত্বর দেখে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।
রানীশিমুল গ্রামের বিশাল বলেন ঘটনার সূত্রপাত হয় কয়েক মাস আগে, ভায়াডাংগা বাজারে এক মাদ্রাসার প্রিন্সিপাল এর সাথে আব্দুল করিম আন্ডার, ফার্নিচার তৈরীর মুজুরি নিয়ে ঝামেলা সৃষ্টি হলে হুজুর কে প্রকাশ্যে অপমান করা হয়। পরবর্তী জুলকার ঘটনা জানার পর হুজুর এর পক্ষ নিয়ে প্রতিবাদ করলে। আব্দুল করিম আন্ডা তাকে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শেরপুর জেলা ও উপজেলা ছাত্রদল ও বিএনপি নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হামলাকারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, আমি এই বিষয়ে অবগত আছি, অভিযোগ পেলে হামলাকারীকে দ্রুত গ্রেফতার এর অভিযান চালানো হবে।