বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামে রাস্তা সংস্কারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গুদির খালে স্লুইস নির্মাণ কাজ চলায় চলাচলের সুবিধার্থে একটি বাইপাস রাস্তা তৈরি করা হয়। তবে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খারাপ হয়ে পড়ায় এটি সংস্কারের দাবি ওঠে। এ নিয়ে স্থানীয় দুই প্রতিবেশী—ওমর আলী চৌকিদার ও মনির প্যাদার মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
গত শনিবার উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সোমবার রাতে সাহেববাড়ী স্ট্যান্ড এলাকায় পুনরায় সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে রয়েছেন: কালাম দফাদার, মোসাদ্দেক হোসেন, হাবিবুল্লাহ, মাহবুব, ওমর আলী চৌকিদার, সুজন প্যাদা, সোহাগ প্যাদা ও মনির প্যাদা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আব্বাস মৃধা ও আবু বকরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি শান্ত করা হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”