মো:মনিরুজ্জামান, ভান্ডারিয়া প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া বাজার সংলগ্ন পোনা নদীর উপর নির্মিত স্টিল বিরিজ, (ওভার ব্রিজ)টি আবারো মরন ফাঁদে পরিনত হয়েছে। এক সময়ে ব্যাপক জনপ্রিয় ও অতিব্যাস্ত ব্রিজটি এখন কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে। এখন অতি সামান্য কেননা এর পাশেই নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে, আরো শক্তিশালী কংক্রিটের ব্রিজ।কিন্তুু কংক্রিটের ব্রিজটি একটু উচু থাকার কারনে এর পাশাপাশি স্টিল ব্রিজটি একটু নিচু হওয়ায় ২পাড়ের মানুষ সহজে চলাচলের জন্য স্টিল ব্রিজটি ব্যাবহার করেছে। ব্যাটারি চালিত অটো গাড়ি মোটরসাইকেল সহ ছোট যান চলাচলের আবারও ব্যস্ত হয়ে পড়েছে, এই স্টিল ব্রিজটি।আবারো গটতে পারে বড়ো ধরনের দূর্ঘটনা।হতে পাড়ে প্রান হানি।উল্লেখ্য গতো২৬/০৪/২০২৩ইংরেজি রোজ বুধবার বিকালে মায়ের সাথে পার্কে ঘুরতে আসা চার বছরের সিনথিয়া আকতার। বিরিজের ভাঙ্গা অংশ দিয়ে পরে নিখোঁজ হয়। নিখোঁজের ৩৭ঘন্টাপরে সিনথিয়ার লাশ উদ্ধার করা হয়।পরে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের অর্থায়নের ব্রিজটির নির্মান কাজ করা হয়।কিন্তু বৃষ্টি থেকে ছোট বড় গান চলাচলের কারণে বৃষ্টির বিভিন্ন অংশ ভেঙ্গে আবারো মরণ ফাঁদে পরিণত হয়।