রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় ভুয়া তথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান।
ফারুকী লেখেন, “বেশ কয়েকজন পরিচিত অভিনেতা-অভিনেত্রী ও পরিচালক গত তিন ঘণ্টায় একটি ভুল তথ্য পোস্ট করেছেন, যার হেডলাইন ছিল: ‘মাইলস্টোনের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না!’ এই পোস্টের একটি ১৩০০ বারের বেশি শেয়ার হয়। পরে তা মুছে ফেলেছেন সংশ্লিষ্ট ব্যক্তি।”
তিনি আরও বলেন, “ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের ৪৬ জন ছাত্র-ছাত্রী নিখোঁজ। এটা অবিশ্বাস্য! এটা কি নিছক ভুল? নাকি একটা সম্মিলিত অসতর্কতা?”
ফারুকী আহ্বান জানিয়ে বলেন, “মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা আহত বা নিহত হয়েছেন—সবকিছুই রেকর্ডেড। এরকম ট্রমাটিক পরিস্থিতিতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষকে আরও আতঙ্কিত করা দায়িত্বজ্ঞানহীনতার শামিল।”
ফারুকীর মতে, “শিল্পীরা সমাজে প্রভাব রাখেন। তাই জাতি শিল্পীদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করে।”
তিনি অনুরোধ করেন, “ভুয়া শিরোনাম বা যাচাই না করা তথ্য শেয়ার করে মানুষকে আর ট্রমাটাইজড করবেন না।”