Bidhan Mandal, Faridpur Representative:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় শ্রেণিকক্ষ সংকটে পড়েছে বিদ্যালয়টি। এতে বাধ্য হয়ে শিক্ষার্থীদের বারান্দায় ক্লাস নিতে হচ্ছে। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে। তার মধ্যে একটি ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে, যার তিনটি কক্ষই বর্তমানে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। ফলে পাঠদান বন্ধ করে অপর ভবনে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। ওই ভবনে তিনটি কক্ষের মধ্যে একটি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বাকি দুটি কক্ষে পাঠদান চলছে। তবে শ্রেণিকক্ষ সংকটের কারণে বারান্দায় ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমানুর রশীদ বলেন,
“বিদ্যালয়ে মোট ২০৬ জন শিক্ষার্থী রয়েছে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৬টি শ্রেণি থাকলেও বর্তমানে মাত্র দুটি কক্ষে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। ফলে বারান্দায় ক্লাস নিতে হচ্ছে। ইতোমধ্যে ভবনের জন্য রেজুলেশন করে উপজেলা অফিসে জমা দেওয়া হয়েছে।”
এ বিষয়ে সালথা উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাবিবুর রহমান জানান,
“বিদ্যালয়টির কক্ষসংকটের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কুমারপুটিসহ আরও কয়েকটি বিদ্যালয়ের জন্য দ্রুত উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হবে।”
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. আনিছুর রহমান বালী বলেন,
“আবেদন পাওয়ার পর শিক্ষা কমিটিতে রেজুলেশন করে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।”