Staff Correspondent:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, বাংলাদেশ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ফারজানা মাকসুদ-কে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হয়েছে, যা অনভিপ্রেত।”
শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
‘চাকরিতে পুনর্বহাল না হলে আন্দোলন’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাঃ ফারজানা মাকসুদ নিজেই। তিনি বলেন,
“২৪ ঘণ্টার মধ্যে বরখাস্তের আদেশ প্রত্যাহার না হলে, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হবে, কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ নয়।”
তিনি আরও প্রশ্ন তোলেন,
“একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কিভাবে ‘ফ্যাসিবাদের দোসররা’ রাজত্ব কায়েম করছে? তাদের শক্তির উৎস কোথায়?”
উপস্থিত ছিলেন চিকিৎসক ও অধিকারকর্মীরা
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন–
- প্রফেসর ডাঃ শারমিন ইয়াসমিন
- প্রফেসর ডাঃ রেজাউর রহমান তালুকদার
- ডাঃ মোঃ রোকনুজ্জামান (রুবেল), রেজিস্ট্রার, সার্জারি বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
- Md. Manjur Hossain Isa, চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার সমিতি ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।