স্টাফ রিপোর্টার :
আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হলো ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা। স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে এই বিশেষ বিসিএস আয়োজন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এই পরীক্ষায় তিন হাজার পদে নিয়োগের বিপরীতে অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী, অর্থাৎ প্রতি পদের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ১৪ জন।
পরীক্ষাটি শুধুমাত্র ঢাকার ২০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২,৭০০ জন সহকারী সার্জন and ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন হিসেবে নিয়োগ পাবেন।
- মোট নম্বর: ৩০০
- লিখিত (এমসিকিউ) পরীক্ষা: ২০০ নম্বর, সময়: ২ ঘণ্টা
- মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর (লিখিত উত্তীর্ণদের জন্য)
- মেডিকেল সায়েন্স: ১০০ নম্বর
- সাধারণ বিষয়াবলি: ১০০ নম্বর
- বাংলা: ২০
- ইংরেজি: ২০
- বাংলাদেশ বিষয়াবলি: ২০
- আন্তর্জাতিক বিষয়াবলি: ২০
- মানসিক দক্ষতা: ১০
- গাণিতিক যুক্তি: ১০
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
১. সকাল ৮টা থেকে ৯:৩০-এর মধ্যে প্রবেশপত্র ও কালো কালির বলপেনসহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ আবশ্যক।
২. ৯:৩০-এর পর কেউ প্রবেশ করতে পারবে না।
৩. নিষিদ্ধ সামগ্রী বহনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই পরীক্ষার মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট দূর করার উদ্যোগ নিয়েছে সরকার। সফলভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে.