মনির হোসেন, বেনাপোল:
পূর্বের বিয়ে ও সন্তানের তথ্য গোপন রেখে নিজেকে কুমারী পরিচয়ে দ্বিতীয় বিয়ে এবং পাঁচ লক্ষাধিক টাকার মালামাল আত্মসাতের অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এ স্বামী।
মঙ্গলবার ১৫জুলাই যশোর শহরের রেল কলোনি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মৃত কুদ্দুস মোল্যার ছেলে মাহবুব মোল্যা এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন, শার্শা উপজেলার কাশিপুর গ্রামের নুর ইসলামের স্ত্রী সোনাভান, তার মেয়ে শারমিন আক্তার এবং আব্দুর রহমান মণ্ডলের ছেলে সিদ্দিক জামান লাল্টু।
মামলার অভিযোগে মাহবুব মোল্যা উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ জানুয়ারি তিনি শারমিন আক্তারকে বিয়ে করেন। বিয়ের সময় শারমিন নিজেকে কুমারী বলে দাবি করলেও পরে জানা যায়, তার পূর্বে একটি বিয়ে হয়েছিল এবং একটি সন্তানও রয়েছে। এই তথ্য গোপন রেখে শারমিন তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের পর স্ত্রীর প্রতি বিশ্বাস রেখে মাহবুব তার কাছে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র রেখে দেন। গত ২২ মে সকাল ১০টার দিকে আসামি শারমিন আক্তার অপর দুই আসামির পরামর্শে তার কাছে থাকা দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার এবং এক লাখ টাকার আসবাবপত্র নিয়ে বাবার বাড়িতে চলে যান। বাধ্য হয়ে মাহবুব আদালতে এ মামলা করেন।