সিলেট ব্যুরো’- ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় আরেকটি মামলা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বাটার এরিয়া ম্যানেজার মোস্তাসিম বিল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে আসামি করা হয়েছে ৮শ জনকে।
এ ঘটনায় দায়েরকৃত দুটি মামলার বিপরীতে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২১ জনকে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্বরতার প্রতিবাদে বর্বরতা করা যাবেনা। দুর্বৃত্তায়নে জড়িত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।
এর আগে, নগরীর মীরবক্সটুলা এলাকার রয়েলমার্ক হোটেল ভাঙচুর ও নগদ ১ লাখ ৮০ হাজার লুটপাটের ঘটনায় হোটেলের ম্যানেজার (অপারেশন) আব্দুল মতিন সরকার বাদী হয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তিনি হোটেলের ২০-২৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন।
পাশাপাশি রয়েলমার্ক হোটেলের দ্বিতীয় তলায় ছিল কেএফসি। মামলার এজহারে তিনি কেএফসিতে হামলা ও ভাঙচুরের বিষয়টিও উল্লেখ করেন।
উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার (৮ এপ্রিল) বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিতে উত্তাল ছিল সিলেট। বিক্ষোভের সময় কেএফসি, বাটা, ইউনিমার্ট, রয়েলমার্ক, আলপাইন রেস্তোরাঁসহ প্রায় ১০টি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়।
Trending
- কক্সবাজারে ভোটযুদ্ধ: বিএনপি-জামায়াত মুখোমুখি, নির্ধারক ভূমিকায় স্থানীয় ভোটাররা
- চানখাঁরপুলে ছাত্র-জনতার ওপর গুলি: ৫ আগস্টের ঘটনায় চার্জশিটে উঠে এলো ভয়াবহ তথ্য
- উদ্বোধনের অপেক্ষায় ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’
- কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে
- সুনামগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
- সুনামগঞ্জের শাল্লায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বাংলাদেশে পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ৫০ লাখ টাকার সহায়তা দিচ্ছে সুইডেন
- সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত