Maruf Sarkar, reporter:
মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব)-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ইনসানিয়াত বিপ্লব অনেক আগে থেকেই বলে আসছে, এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন একটি সঠিক সিদ্ধান্ত।
তবে শুধু নির্বাচনের সময়সূচি ঘোষণাই যথেষ্ট নয় বলে মনে করেন আল্লামা ইমাম হায়াত। তার মতে, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরাপদ, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি উপদেষ্টা পরিষদকে অবশ্যই দলনিরপেক্ষ ও পক্ষপাতমুক্ত রাখতে হবে।
তিনি সতর্ক করে বলেন, উপদেষ্টা পরিষদে যদি দলীয় ব্যক্তি থাকেন, তাহলে নির্বাচনকালীন সরকার দলনিরপেক্ষ হবে না এবং তার ফলে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
বর্তমান বুথভিত্তিক ভোট প্রদান পদ্ধতিকে ‘সেকেলে’ ও ‘অসুরক্ষিত’ আখ্যা দিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, দেশের ভেতরে ও বাইরে প্রায় অর্ধেক নাগরিক এই পদ্ধতিতে ভোট দিতে পারেন না। তাই সময় এসেছে মোবাইল ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন আয়োজনের।
তিনি আরও বলেন, ইনসানিয়াত বিপ্লব চাইছে এমন একটি প্রযুক্তিনির্ভর, সবার জন্য অংশগ্রহণযোগ্য এবং নিরাপদ নির্বাচন পদ্ধতি, যা দেশীয় ও প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করবে।