নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,
নওগাঁ সদর উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আজ শুক্রবার সকালে নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে প্রায় এক যুগ পর নওগাঁ সদর উপজেলা ও ১৪ বছর পর পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল শুরু হয়েছে। দলটির এই দুই শাখায় কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আজ শুক্রবার সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে।
সদর উপজেলা বিএনপির ভোট গ্রহণ চলছে শহরের পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর শহরের কেডি (কৃষ্ণধন) সরকারি উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে পৌর বিএনপির ভোট গ্রহণ।দীর্ঘদিন পর কাউন্সিলকে ঘিরে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এর আগে কয়েক দিন ধরে দলীয় পদপ্রত্যাশীরা শহর ও গ্রামে মাইকিং করে প্রচার-প্রচারণা করেছেন। নির্বাচন পরিচালনা–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সকাল ১০টায় শুরু হওয়া এ নির্বাচন চলবে বেলা ৩টা পর্যন্ত।
প্রত্যেক প্রার্থীর বিপরীতে প্রতীক নির্বাচনের মাধ্যমে ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলা বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১২ সালে। তখন নওগাঁ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও আ স ম আল কাফী তুহিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। দুই বছর পর কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হওয়ার কথা থাকলেও এক যুগেও তা হয়নি। তবে এর মধ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ২০১৭ ও ২০২২ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এবার সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন দেওয়ান মোস্তাক আহমেদ ও সারওয়ার কামাল চঞ্চল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী হলেন আবদুস সালাম, নাদিম কুদ্দুস, সরদার সাইফুল ইসলাম এবং শ ম আ আল কাফী তুহিন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থী হলেন খালেদ হাসান, রফিকুল ইসলাম, আরিফুল হক রানা ও ওবাইদুর রহমান। কাউন্সিলে ৮৫২ জন কাউন্সিলর ভোট দেবেন। সভাপতি প্রার্থী দেওয়ান মোস্তাক আহমেদ বলেন, ‘নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আমি আশাবাদী, কাউন্সিলররা ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করবেন।’
আরেক সভাপতি প্রার্থী সারওয়ার কামাল বলেন, ‘বিএনপি যে একটি গণতান্ত্রিক দল, এই নির্বাচনই তার প্রমাণ। নেতা-কর্মীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাঁদের নেতা নির্বাচনের সুযোগ পাচ্ছেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’ অপর দিকে নওগাঁ পৌর বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১০ সালে। ওই সময় নাছির উদ্দিনকে সভাপতি ও নুরুনবী সাজা সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন নুরুননবী সাজা ও শেখ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থী হলেন শাহ্ আজিজুর রহমান চৌধুরী, আবদুল মতিন তালুকদার ও দিদারুল হক রতন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্রার্থী হলেন আফা উদ দৌলা সবুজ, মতিউর রহমান, মহসিন আলী, এস এম শহীদুল ইসলাম ও শাহীদুজ্জামান। এতে ভোট দেবেন ৬৩৯ জন কাউন্সিলর। কাউন্সিল সম্পর্কে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, এত দিন দলে যে দুর্বলতা ছিল, তা এই কাউন্সিলের মধ্য দিয়ে কাটিয়ে উঠবে। সেই সঙ্গে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে গঠিত কমিটি ভবিষ্যতে মজবুত ও গতিশীলভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।