বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে ধানের শীষ প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারণা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ভাওয়াল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পুরুরা মাদ্রাসা মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাওয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন মাতুব্বরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্ল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মোঃ জাহিদ হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল, বিএনপি নেতা সাইদুজ্জামান সাহিদ, উপজেলা জাসসাস এর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা এনায়েত হোসেন, বালাম হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মনির মোল্ল্যা, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা, রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, আগামী ১২ তারিখে সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন। বিএনপি যদি সরকার গঠন করতে পারে আর আমি যদি সংসদে যেতে পারি তাহলে আমি এই এলাকার উন্নয়নে কাজ করবো। আমার বাবা যেমন দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে ছিলেন। আমিও ১৭ বছর আপনাদের পাশে ছিলাম। আমার মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।
আলোচনা সভার আগে দক্ষিণ বঙ্গের বর্ষীয়ন আলেম আল্লামা মরহুম জহুরুল হক সাহেবর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।

