কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ধাক্কা দিয়ে মোবারক হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাজেদা বেগম (৩৬) ও মোশারফ (৪০) নামে দুইজনকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোবারক হোসেনের সাথে আসামীদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ির যাওয়ার রাস্তাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামীরা মোবারক হোসেনকে লক্ষ্য করে জোরে ধাক্কা দেয়। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন জেনেও আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা (এফআইআর নং-৩৯) দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন: ১. মোছাঃ মাজেদা বেগম (৩৬), স্বামী- মোঃ জাহাঙ্গীর। ২. মোঃ মোশারফ (৪০), পিতা- মৃত আজিম উদ্দিন।
উভয় আসামীই কাপাসিয়া উপজেলার উত্তর খামের এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

