চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৮.৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ফলাফল তুলে ধরেন বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা।
সারা দেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মাত্র দুই মাসের মধ্যে ফল প্রকাশ করে শিক্ষামন্ত্রণালয় জানায়, এবার ফল প্রস্তুত হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।
এ বছরের ফলাফলে দেখা যাচ্ছে, আগের তুলনায় পাসের হার কিছুটা কম হলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আশাব্যঞ্জক। ফলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সব মিলিয়ে স্বল্প সময়ে ফল প্রকাশ, বাস্তব মূল্যায়ন এবং বিশাল পরীক্ষার্থী অংশগ্রহণ—সব মিলে এবারের এসএসসি ও সমমানের ফলাফল আলোচনার কেন্দ্রবিন্দুতে।