জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নেয় দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিবন্ধী ফারিহা হোসেন সাফা। স্বপ্ন দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার।
আজ শনিবার (২২ ই ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান অনুষদের পরীক্ষা এতে অংশ নেন ৪২,২২৩ শিক্ষার্থী। এতে স্বাভাবিক শিক্ষার্থীদের সাথে অংশ নেন প্রতিবন্ধী ফারিহা হোসেন সাফা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মেয়ে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই। প্রতিবন্ধী সাফাকে পরিক্ষা দিতে সাহায্য করেছেন জবির রোভার স্কাউটের একজন সদস্য। সেই রোভার স্কাউট সদস্যের সাথে কথা বলে জানতে পারি সাফার পরিক্ষা অনেক ভালো হয়েছে।
সাফা বলেন, আলহামদুলিল্লাহ পরিক্ষা ভালো হয়েছে। মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে।
আমি নিজে নিজে ভর্তির পরিক্ষা প্রস্তুতি নিয়েছি। আমাকে কেউ সাহায্য করে নাই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়।
এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৬০ আসনের বিপরীতে মোট ৪৪ হাজার ২২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন । প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫১ জন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী।