বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর কর্তৃক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনের আশেপাশে সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে সকলপ্রকার আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এসময় ছাত্র উপদেষ্টা ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থানরত বিভিন্ন দোকানের ব্যবসায়িদের যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলার জন্য সতর্ক করেন।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সক্রিয় অংশগ্রহণকারী মেহেদী হাসান আকাশ বলেন, ক্যাম্পাস নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই ভালো একটি উদ্যোগ। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন রাখলে সবাই বর্জ্যগুলো একটি নির্দিষ্ট স্থানে রাখতে পারবে। এছাড়াও তিনি বলেন সকল শিক্ষার্থীকে সচেতন করার উদ্যোগ নিতে হবে যেনো ময়লা আবর্জনা ডাস্টবিনে রাখার একটা সংস্কৃতি তৈরি হয়।
ছাত্র পরামর্শ ও শিক্ষার্থী উপদেষ্টা সবাইকে উদ্বুদ্ধ করে বলেন, “তোমাদের যত প্রকার সাহায্য দরকার তার সবই প্রদান করা হবে। তোমরা যদি গাছপালা লাগাতে চাও সেটাও প্রদান করা হবে। তিনি পরামর্শ দিয়ে বলেন, ক্যাম্পাসে ঢুকে তোমরা যাতে কোথাও বসে আড্ডা দিতে পারো সেজন্য প্রশাসনিক ভবনের সামনে বেশ কিছু গাছ লাগাতে পারো। এছাড়াও তোমারা অনেক সময় এখানে-সেখানে পিকনিক করো, সেখানে দেখা যায় ময়লা আবর্জনা ও প্যাকেট পরেই থাকে। সেজন্য একটা নির্দিষ্ট স্থানে পিকনিক করে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেললে ক্যাম্পাসের পরিবেশ ভালো থাকবে। সেজন্য যথেষ্ট পরিমান ডাস্টবিন ক্যাম্পাসে রাখার আশ্বাস দেন তিনি।”
এছাড়াও ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য ক্যাম্পাস ১৩ টি জোনে ভাগ করে ১৩ টি গ্রুপে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।