গাইবান্ধা প্রতিনিধি
শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার গুনগত মানবৃদ্ধির লক্ষ্যে মা ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হলি চাইল্ড মাল্টিমিডিয়া স্কুল নলডাঙ্গা এর স্কুল প্রাঙ্গনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।এতে মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিজানুর রহমান পিপুল প্রধান আলোচক হিসাবে বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠের অগ্রগতির জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভুমিকাও গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য এবং আমাদের কাছে অভিযোগ এবং সমস্যা জানাতে হবে।
পরে সেরা অভিভাবক জনাব আরিফা আক্তার,স্কুলে সব্বোর্চ উপস্থিতি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আখি আক্তার ও শাকিব আল হাসান সৈকতকে ক্রেস্ট প্রদান করা হয়। আরো বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা হাসানুল হুদা রাশেদ,অভিভাবক সুরুজ বাঙ্গালী,গোলাম মওলা, শিক্ষক আবুল কালাম আযাদ,রাজু আহম্মেদ, ভাইস প্রিন্সিপাল জনাব পুস্পজিত অধিকারী, শিক্ষিকা শারমিন আক্তার ইমা ইয়াসমিন সিদ্দিকা আইভি,প্রমুখ।