নবীন মাহমুদ,
সারাদেশের ন্যয় ঝালকাঠির রাজাপুরেও প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান কমপ্লিট শাট ডাউন কর্মসূচি পালন করা হয়েছে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনের নেতৃত্বে রাজাপুর মডেল সরকারি পরীক্ষা নেয়া হয়েছে।
বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শট ডাউন কর্মসূচি পালন করছে শিক্ষকরা। এরই মধ্যে ৩০ নং রাজাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা গ্রহন করেছে উপজেলা শিক্ষা কর্মকর্তারা।
পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। তিনি শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
আন্দোলনের মধ্যে পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে অভিভাবক মহলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।পরীক্ষা আয়োজনের বিষয় উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন জানান, আন্দোলন চললেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রথম বিবেচ্য। পরীক্ষা পেছালে তারাই ক্ষতিগ্রস্ত হতো। ন্যূনতম শিক্ষকশক্তি ও প্রশাসনের সহায়তায় আমরা পরীক্ষা পরিচালনা করেছি। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, শিশুদের শিক্ষাজীবন থেমে থাকা উচিত নয়। এখানে এসে দেখি শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছে। আলোচনার মাধ্যমে চলমান সংকট দ্রুত সমাধান হবে বলে আশা করছি।
এদিকে আন্দোলনরত শিক্ষকরা জানান,নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। দাবি পূরণের নিশ্চয়তা ছাড়া নিয়মিত কার্যক্রমে ফেরা সম্ভব নয়। তবে শিক্ষার্থীদের ক্ষতি যেন না হয়, সেটি আমরা বিবেচনায় রেখেই আন্দোলন করছি। শিক্ষক আন্দোলন আর পরীক্ষা এই দ্বৈত পরিস্থিতিতে ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তারা দ্রুত এই ধন্যদশার সমাধান চায়।যাতে করে তাদের শিশুরা দ্রুত শিক্ষার পরিবেশ ফিরে পায়।

