১৭ ও ২৪ মে শনিবার পুঁজিবাজারে স্বাভাবিক লেনদেন, ঈদে ছুটি ৫ থেকে ১৪ জুন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) খোলা থাকবে। ডিএসই সোমবার (১২ মে) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটি হলেও ওই দুই দিন স্বাভাবিক লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চলবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।
ঈদের ছুটি সরকারিভাবে ১১ ও ১২ জুন ঘোষণা করা হলেও, অফিস ও ব্যাংক বন্ধ থাকার কারণে ছুটির সময়সীমা বাড়ানো হয়েছে। এই সময় লেনদেনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ জুন (শনিবার) থেকে আবারও পুঁজিবাজার নিয়মিত সময়সূচি অনুযায়ী চালু হবে।
এর আগে, গত ঈদুল ফিতরে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অফিসিয়াল ছুটি ও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে ৯ দিন শেয়ারবাজার বন্ধ ছিল।