তিন দফা আলোচনা শেষে অবশেষে বাড়ানো হলো ভোজ্যতেলের দাম। সরকার নতুন করে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করেছে। ফলে এখন থেকে বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে গুনতে হবে ১৭৫ টাকার জায়গায় ১৮৯ টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সেখানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন দামে পাঁচ লিটারের বোতলজাত তেলের মূল্য নির্ধারিত হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। শুধু বোতলজাত নয়, খোলা সয়াবিন এবং পাম তেলের দামও সমানভাবে বেড়েছে। খোলা তেলের প্রতি লিটারের দাম ১৫৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৯ টাকা।
এর আগে, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল। এবার এই দাম বাড়ানোর পেছনে রয়েছে আমদানি পর্যায়ে শুল্ক ও কর অব্যাহতির সময়সীমা শেষ হয়ে যাওয়া। গত ৩১ মার্চ এই অব্যাহতির মেয়াদ শেষ হলে তেলের উৎপাদনকারীরা দাম বাড়ানোর জন্য আবারও চাপ বাড়ায়।
ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন গত ২৭ মার্চ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে দাম বাড়ানোর প্রস্তাব দেয়। সেখানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা ও খোলা সয়াবিন-পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানোর আবেদন জানানো হয়।
গত সপ্তাহেও বিষয়টি নিয়ে একাধিক বৈঠক হয়, কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অবশেষে আজ দাম বাড়ানোর ঘোষণা আসায় ভোক্তাদের ওপর নতুন করে বাড়তি খরচের বোঝা পড়লো।