অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অভিযুক্তরা হলেন আয়কর বিভাগের কমিশনার গোলাম কবির এবং এনবিআরের সদস্য (চলতি দায়িত্বে থাকা) আবু সাইদ মোহাম্মদ মোশতাক। সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী, ২৫ বছরের চাকরিজীবন শেষে সরকার চাইলে যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিতে পারে। সেই আইনের আওতায়ই তাদের অবসর কার্যকর করা হয়েছে।
জানা গেছে, তারা ইনকাম ট্যাক্স জোন-৫ এ দায়িত্ব পালনের সময় নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বিশেষ করে আলোচিত ৭২১ কোটি টাকার একটি ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, চীন থেকে এই বিপুল পরিমাণ অর্থ দেশে আনার পর তা রেমিটেন্স হিসেবে দেখানো হয়, যাতে করছাড়ের সুবিধা দেওয়া সম্ভব হয়। এই উদ্দেশ্যে রেমিটেন্স সার্টিফিকেটও ইস্যু করা হয়েছিল।
বাধ্যতামূলক অবসর পেলেও তারা সরকারি বিধি অনুযায়ী অবসর-সম্পর্কিত সুবিধা পাওয়ার যোগ্য থাকবেন। সংশ্লিষ্ট সূত্রের মতে, এই ঘটনা এনবিআরের অভ্যন্তরীণ তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থাপনার দিক থেকে বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।