মার্চে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, বাড়ল খাদ্য বহির্ভূত ব্যয়ের চাপগত ডিসেম্বর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকা মূল্যস্ফীতির হার তিন মাস পর আবারও ঊর্ধ্বমুখী হলো।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)–এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৫ শতাংশে। এর আগের মাস, ফেব্রুয়ারিতে এ হার ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
বিবিএস-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চে খাদ্যসামগ্রীর মূল্যস্ফীতি কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৩ শতাংশে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ২৪ শতাংশ। তবে বিপরীতে, খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৭০ শতাংশে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।
গ্রামীণ ও শহর—উভয় এলাকাতেই খাদ্য মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। তবে খাদ্য বহির্ভূত ব্যয়ের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যাচ্ছে, যা সাধারণ জনগণের জীবনযাত্রায় বাড়তি চাপ তৈরি করছে।
নিম্নমুখী প্রবণতার ধারা ভেঙে মার্চে মূল্যস্ফীতির এই সামান্য বৃদ্ধিকে বিশ্লেষকরা বিবেচনা করছেন পণ্যমূল্যের ওঠানামা, আমদানি ব্যয় ও অভ্যন্তরীণ বাজারের অস্থিরতার প্রতিফলন হিসেবে।