জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ মোট ৭,১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পগুলোর অর্থের উৎস হবে সরকারের নিজস্ব তহবিল।
চলতি অর্থবছর ২০২৫-২৬-এর পঞ্চম একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আটটি নতুন, দুটি সংশোধিত এবং দুটি প্রকল্পে সময় বৃদ্ধি করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, এসব প্রকল্প দেশের বিভিন্ন ক্ষেত্রে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, সড়ক ও পরিবহন, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত হবে।
প্রধান অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে:
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: মানিকগঞ্জ ও সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন।
কৃষি: কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর এলাকায় ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনা।
শিক্ষা: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও চার বিভাগের ইঞ্জিনিয়ারিং কলেজ।
মুক্তিযুদ্ধ বিষয়ক: সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্মৃতিসৌধ নির্মাণ।
স্বাস্থ্য: পারিবারিক পরিকল্পনা ও মা–শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষা ও নার্সিং কার্যক্রম।
প্রতিরক্ষা: ঢাকা সেনানিবাসের ‘বি’ টাইপ অফিসারদের আবাসিক ভবন।
সড়ক পরিবহন ও সেতু: নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের কালিয়া সেতু নির্মাণ।
শিল্প: বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল।
সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক পূর্বে অনুমোদিত নয়টি প্রকল্প সম্পর্কেও সদস্যদের অবহিত করা হয়।

