মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনটি বিভাগের শিক্ষক নিয়োগ নির্বাচনি বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন সূচি অনুযায়ী, ফার্মেসি বিভাগের বোর্ড অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি, ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের বোর্ড ১১ জানুয়ারি এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বোর্ড ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার এ মৃত্যুতে জাতি শোকে মুহ্যমান, ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারও গভীরভাবে শোকাহত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ প্রেক্ষিতে আজকের (৩০ ডিসেম্বর) ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনি বোর্ডের কার্যক্রমসহ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩১ ডিসেম্বর এবং ফোকলোর ও সোস্যাল স্টাডিজ বিভাগের ১ জানুয়ারির নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। প্রার্থীদের ব্যক্তিগত অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
উল্লেখ্য, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিল রোগে ভুগছিলেন। কিডনি, হৃদ্রোগ ও নিউমোনিয়াসহ নানা জটিলতায় ভুগে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত (বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
