ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সর্বপ্রথম প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ আগামী রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সোমবার (০১ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি তাজমুল হক জায়িম ও সাধারণ সম্পাদক রাকিব রিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, গত ১ ডিসেম্বর ইবিসাসের এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম, সাধারণ সম্পাদক রাকিব রিফাত, সহ-সভাপতি মুতাছিম বিল্লাহ রিয়াদ, যুগ্ম-সম্পাদক জুয়েল রানা, প্রচার সম্পাদক মোর্শেদ মামুন, কার্যনির্বাহী সদস্য ইদুল হাসান ফারহান, জামাল উদ্দিন এবং সাধারণ সদস্য তানিম তানভির, আনিছুর রহমান, আবু উবায়দা, সাকিফ বিন আলম, বিপ্লব হোসেন, হারুন অর রশীদ ও এম এইচ পিয়াস। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইবিসাসের সাবেক সভাপতি সুজা উদ্দিন ও ইমরান শুভ্র। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে।
ইবিসাসের সংবিধান অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
ভোট গণনা শেষে একই দিন দুপুর ১টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে আলোচনার মাধ্যমে সহ–সভাপতি, যুগ্ম–সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, অফিস সম্পাদক, প্রচার সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করবেন।
এ বিষয়ে ইবিসাসের সভাপতি তাজমুল হক জায়িম বলেন, “সংগঠনের গতিশীলতা বজায় রাখতে আমরা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন কমিটি নতুন উদ্যমে ইবিসাসকে আরো সমৃদ্ধ করবে বলে আশা রাখি।”

