সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, আর সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ হাবিব সাজ্জাদ।
এবার জেলার মোট ৯৮০টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “মৌলভীবাজারে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যদি কেউ এ উৎসবকে বিঘ্নিত করার চেষ্টা করে,তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান,পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ ও আনসার মোতায়েন থাকবে,পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন,৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইসতিয়াক আহমদ মোর্শেদ,ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহফুজ বন্ধন,পূজা উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাস,সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস,এনএসআই-এর উপপরিচালক মোঃ কবির হোসেন,প্রেসক্লাব আহ্বায়ক বকশী ইকবাল আহমদ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সদস্য সচিব শ্যামলী সূত্রধরসহ অনেকে।
সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

