ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রের জগন্নাথ হল অংশের ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য আলাদা প্রবেশ কার্ড না থাকায় তাঁকে এক পর্যায়ে মেয়েদের হলের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, “প্রার্থীদের ভোটকেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। আমি বিষয়টি খোঁজ নিচ্ছি।” পরে তিনি কেন্দ্রে গিয়ে জানান, কাউকে পাননি এবং পুনরায় জোর দিয়ে বলেন, “আর কেউ ঢুকতে পারবে না।”
বিশ্ববিদ্যালয়ের নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার রয়েছে কেবল বৈধ পরিচয়পত্রধারী ভোটার, অনুমোদিত কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট ও রিটার্নিং অফিসারের।
এদিকে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসে তিনি দাবি করেন, ছাত্রদল ভোটারদের তথাকথিত তথ্য ও লিফলেট বিতরণ করছে।
মুসাদ্দিকের ভাষায়, “ওরা বলছে এগুলো ভোটারদের তথ্য। কিন্তু সত্যি ভোটার তথ্য হলে সেখানে ভোটারদের নাম থাকত, প্রার্থীদের না। এতে নির্বাচনি পরিবেশ নষ্ট হচ্ছে। নির্বাচন কমিশনকে বলেছি দ্রুত ব্যবস্থা নিতে। ব্যবস্থা না নিলে বুঝব, কমিশন ছাত্রদলকে ফেভার দিচ্ছে।”