সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ পবিত্র ওমরা পালন করেছেন। ভোটের মাঠে সক্রিয় হওয়ার আগে তিনি সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ওমরা আদায় করে বাউফলবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র কাবা শরিফ তাওয়াফ শেষে তিনি বাউফল উপজেলার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও ন্যায়বিচারের জন্য দোয়া করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্যও আল্লাহর সাহায্য কামনা করেন।
ড. মাসুদের ঘনিষ্ঠ সূত্র জানায়, ওমরা পালনকালে তিনি বিশেষভাবে বাউফলের সাধারণ মানুষের অধিকার, নৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সঠিক পথে অটল থাকার তাওফিক প্রার্থনা করেন।
ভোটের আগে একজন ইসলামী চিন্তাবিদ ও আলেম প্রার্থীর পবিত্র ওমরা পালনকে ইতিবাচক হিসেবে দেখছেন বাউফল উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা এটিকে তাৎপর্যপূর্ণ ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন।
বাউফল পৌর এলাকার মুসল্লি ও স্থানীয় ব্যবসায়ী হাফেজ মো. সালাম বলেন, “ভোটের আগে ড. মাসুদের ওমরা পালন আমাদের জন্য আনন্দের খবর। একজন আল্লাহভীরু মানুষ নেতৃত্বে এলে এলাকায় কল্যাণ আসবে—এই বিশ্বাস আমাদের আছে।” নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা ও মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম বলেন, “তিনি শুধু রাজনীতি করেন না, দ্বীন ও নৈতিকতার কথাও বলেন। কাবা ঘরে দাঁড়িয়ে বাউফলবাসীর জন্য দোয়া করা নিঃসন্দেহে একটি বরকতময় বিষয়।”
কলাইয়া ইউনিয়নের যুবক ও নিয়মিত মুসল্লি মো. সাইফুল ইসলাম বলেন, “ড. মাসুদ একজন শিক্ষিত ও ধার্মিক মানুষ। ভোটের আগে ওমরা পালন করে তিনি প্রমাণ করেছেন—রাজনীতির চেয়েও আল্লাহর সন্তুষ্টি তার কাছে বড়।” স্থানীয়দের আশা, পবিত্র ভূমি থেকে করা এই দোয়া বাউফলবাসীর জীবনে কল্যাণ বয়ে আনবে এবং রাজনৈতিক অঙ্গনেও ইতিবাচক প্রভাব ফেলবে।
