মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লা–৫ (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাজারে গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার – ২৭ জানুয়ারি, বিকেলে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ড. মোবারক হোসাইন বলেন, জনগণের মৌলিক অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি আগামী নির্বাচনে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, মাধবপুর ইউনিয়ন জামায়াতের আমির আমানতউল্লাহ মজুমদার, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মনির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

