মোঃ জালাল উদ্দীন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ:
সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে প্রার্থীরা অন্যান্য এলাকার মত প্রচার-প্রচারণায় ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা চসে ফিরছেন। এ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দুইবারের শিবগঞ্জ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ড. মোঃ কেরামত আলী। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, বাংলাদেশের রাজনীতিতে মানুষ পরিবর্তন চাই। সেই অঙ্গীকার নিয়ে আমি কাজ করছি। আমি শিবগঞ্জের জনসাধারণের আস্থা ও ভালোবাসা নিয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছি। আমার প্রচারণায় জনসাধারণের ব্যাপক সাড়া মিলছে। শিবগঞ্জবাসীর কল্যাণে সর্বাত্মক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
তিনি বলেন, শিবগঞ্জ উপজেলা কে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে যেসব পরিকল্পনা গ্রহণ করেছি তার মধ্যে রয়েছে শিবগঞ্জ উপজেলার বেকারত্ব দূর করার জন্য তরুণ উদ্যোক্তা তৈরি এবং কারিগরি ও তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়ন, অর্থনৈতিক সামাজিক ও মানবিক উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ উপজেলা করা হবে। স্বাস্থ্যসেবা আধুনিকায়নের জন্য উন্নতমানের চিকিৎসা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
জনসাধারণের দীর্ঘদিনের চাহিদা চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেল সংযগের মাধ্যমে ব্যবস-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়ন করা। শিবগঞ্জ উপজেলার অন্যতম ফসল আম সহ কৃষি পণ্যের জন্য হিমাগার, আধুনিক প্যাকিং হাউস, প্রশিক্ষিত আমদানি রপ্তানিকারক ও রপ্তানিমুখী জোন তৈরি করা। সাংস্কৃতি ও মনন চর্চার পরিসর বৃদ্ধি করে যুব সমাজকে মাদক ও নেশাজাত দ্রব্য থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। পদ্মা নদীর ভাঙ্গন রোধের জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা। এবং যানজট মুক্ত করার লক্ষ্যে জিরো পয়েন্ট থেকে ফোরলেন রাস্তা তৈরি করা। প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে হেল্পডেস্ক ও প্রয়োজনীয় সহযোগী প্রতিষ্ঠান তৈরি করা। বিভাজন ও দুর্নীতি মুক্ত করে শিবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। জেলা পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ উপজেলায় সোনামসজিদসহ সকল ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও স্থাপনাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা সমূহের তালিকায় অন্তর্ভুক্তি করার প্রচেষ্টা এবং আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়ে এখানে থেকে পর্যটন খাতে অর্থ উপার্জন নিশ্চিত করা। এককালের খরস্রতা পাগলা নদীতে সারাবছর পানি ধরে রাখার জন্য কালিনগর এলাকায় একটি রবার ড্যাম তৈরি করে কৃষি পণ্য উৎপাদনে সেচ কার্যক্রম নিশ্চিত করা।
সংসদ সদস্য প্রার্থী ডঃ মোঃ কেরামত আলী শিবগঞ্জ উপজেলার জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমার দেওয়া অঙ্গীকারসমূহ বাস্তবায়নের জন্য আমি আপনাদের দোয়া, সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা এক সাথে একটি সমৃদ্ধ শান্তিময় ও দুর্নীতিমুক্ত মানবিক শিবগঞ্জ গড়ে তুলি। আল্লাহ এ ব্যাপারে আমাদের তৌফিক দান করুন আমিন।







