রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের একটি আবাসিক ফ্ল্যাটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মা ও মেয়ে। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর কন্যা নাফিসা বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এই হত্যাকাণ্ডের পর থেকে তাদের বাসার গৃহকর্মী পলাতক থাকায়, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে গৃহকর্মীই ধারালো অস্ত্র দিয়ে তাঁদের কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযুক্ত গৃহকর্মীর নাম আয়শা।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান ঘটনাটি নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। তিনি সকালে বাসা থেকে বের হওয়ার পর বেলা প্রায় সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁর ফোন কলের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
অস্ত্র উদ্ধার: পুলিশ ঘটনাস্থলের বাথরুমের বালতির ভেতর থেকে হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে।
সিসিটিভি ফুটেজ: হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশ আবাসিক ভবনটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।
বর্তমানে পুলিশ পলাতক গৃহকর্মীকে খুঁজে বের করতে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে জোর তদন্ত চালাচ্ছে।

