সুলতান মাহমুদ,(দিনাজপুর প্রতিনিধি):
দিনাজপুরে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুরে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য মিছিল বের করে জামায়াতে ইসলামী।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক এবং আমির সিরাজুস সালেহীন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সময়ের দাবি। পরে তারা জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।
জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি হলো:
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং সে বিষয়ে গণভোটের আয়োজন করা।
২. জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
এদিকে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও আরও কয়েকটি রাজনৈতিক দলও জেলা প্রশাসকের কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেছে।