লালমনিরহাট প্রতিনিধি:
সোমবার ১৩ অক্টোবর লালমরিহাটে মিশন মোড়ে, অধিকমূল্যে সার বিক্রির প্রতিবাদে সকাল ১১:৩০ থেকে দুপুর
১:০০ টা পর্যন্ত কৃষক দলের মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এই মানব বন্ধনে সদর উপজেলার ৯টি ইউনিয়নের কৃষক
দলের সদস্য ও সাধারণ কৃষকেরা অংশ নেন।
মানব বন্ধন থেকে বক্তরা বলেন, কৃষক বাঁচলে, বাঁচবে সোনার বাংলাদেশ। বর্তমান সরকার যে সকল ডিলার নিয়োগ
দিয়েছেন তারা সিন্ডকেটের মাধ্যমে সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে সারের অধিক
মূল্য দাবী করছেন। এছাড়া চাহিদা অনুযায়ী সার ক্রয় করতে পারছেন না। যেখানে ২-৩বস্তা সারের প্রয়োজন , সেখানে
বর্তমান সার ডিলাররা সারের সংকট দেখিয়ে ১ বস্তা ক্রয় করতে বলছেন।
কৃষক দলের সভাপতি নূর নবী বলেন, সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে ২ থেকে ৩গুন মূল্যে সার বিক্রি
হওয়ায় কৃষকেরা আর্থিক ক্ষতি গ্রস্থ হচ্ছেন । তিনি এ ব্যাপারে জেলা প্রশাসকে দৃষ্টি আর্কষন করেন। তিনি বলেন, বর্তমান ডিলারদের লাইসেন্স বাতিল করে নতুন করে সার ডিলার নিয়োগ দেয়া হউক।
তিনি বলেন উপসহকারি কৃষি কর্মকর্তারা কৃষকদের কোন সহায়তা করেন না, সরকার কর্তৃক প্রনোদনা কৃষকদের দেন
না, উপসহকারি কৃষি কর্মকর্তারা উৎকোচ গ্রহন করে নিম্নমানের কীটনাশন, ও বীজ কৃষকদের ক্রয় করার
পরামর্শ দেন।
বর্তমানে যে মূল্যে সার কৃষকেরা বাজার থেকে কিনছেন সেই মূল্য তিনি তুলে ধরেন। টিএসপি সার এর সরকার নির্ধারিত মূল্য ১৩৫০/- টাকা সেখানে ডিলাররা বিক্রি করছেন ২২০০ থেকে ২৮০০টাকা পর্যন্ত, ইউরিয়া ১৩৫০ টাকার পরিবর্তে
১৪০০ থেকে ১১৫০০ টাকা, ডিএপি-১০০০ টাকার পরিবর্তে ১১০০ থেকে ১২৫০টাকা ও এমওপি -১০৫০ টাকার পরিবর্তে
১১৫০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে ।
সরকার যদি শীতকলীন ফসল চাষের পূর্বে সারের মূল্য নিয়ন্ত্রন করতে ব্যার্থ হলে ইউএনও অফিস ঘেরাও ও অনশন কর্মসূচির মত বৃহত্তর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবেন।