রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা, প্রতিনিধি):
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ডাবলুডিডিএফের আয়োজনে বৃহস্পতিবার(২৩ অক্টোবর) জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার টেকনিক্যাল সাপোর্টে ও নিজস্ব কার্যালয়ে বিভিন্ন এলাকার প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ সহায়তা প্রদান করা হয়।
ডাবলুজিজি প্রকল্পের আওতায় আইডাবলুআরএডাবলু-এশিয়া পাসেফিকের অর্থায়নে ডাব্লিউডিডিএফের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টির সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় ১২ জন প্রতিবন্ধী নারীর মাঝে চাহিদা অনুযায়ী সেলাইমেশিন, মুদি সামগ্রী ও সিট কাপড় বিতরণ করা হয়।
প্রতিবন্ধী নারীদের জীবন মান উন্নয়নে এবং তাদের সমাজের মূল স্রোতধারায় একীভূত করার লক্ষে উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাব্লিউডিডিএফের কর্মসূচী সহ-সহায়ক সমন্বয়কারী শারমিন আক্তার দোলন, জয়িতা প্রতিবন্ধীনারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালো,গণমাধ্যমকর্মী, প্রতিবন্ধীনারী প্রমুখ।
ছবি- শ্যামনগরে প্রতিবন্ধী নারীদের স্বাবলম্বীতায় উপকরণ বিতরণ করছেন অতিথিবৃন্দ।