মোঃ মনির হোসেন সোহেল:
চাটখিল প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন হাটপুকুরিয়া ইউনিয়ন যুবদলের কর্মীরা। এমন ব্যাতিক্রম উদ্যোগে এতিমখানায় বিতরণ করা হয়েছে রান্না করা খাবার এবং উপস্থিত নারী-পুরুষের মাঝে বিতরণ করেছেন শাকসবজির চারা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হটপুকুরিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে যুবদল নেতা আব্দুর রহমান সুজনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন বিএনপি নেতা তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকাস্থ জিয়া এক্য পরিষদের সাধারণ সম্পাদক তারেক আজিজ সিপন, লোকমান হোসেন, সিরাজ মাস্টার ছাত্রনেতা আবদুল জমাদ্দার প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন , আগামীতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আসার জন্য যুবদলের কর্মীরা প্রতি ঘরে ঘরে গিয়ে মা বোনদের ধানের শীষের সালাম পাঠানোর অনুরোধ জানান। দলের পক্ষে কাজ করতে হবে এবং প্রত্যেক ঘরে ঘরে নারী পুরুষের মাঝে, অত্যান্ত বিনয়ের সাথে ব্যবহার করে, প্রত্যাশা কামনা করার জন্য, নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানের আলোচনা সভার শেষে নেতাকর্মীদের উপস্থিতিতে এতিমখানার শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও সবজির চারা বিতরণ করা হয়।







