সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে কলেজটির অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসের মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট্য সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু, নির্বাহী ম্যাজিস্ট্রট ইশতিয়াক আহমেদ অপু,
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা আয়েশা সিদ্দিকা, মোহিনী তাবাচ্ছুম, কলেজের শিক্ষার্থী সুমাইয়া পারভীন প্রমুখ।

