মোঃ আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাজী তপনের সভাপতিত্বে ও পি এম পলাশের সঞ্চালনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শাহ মখদুম বাউল একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমি ও শাহজাদপুরের স্থানীয় শিল্পীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ৬৭- সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ড.এম এ মুহিত।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী (পিপিএম), শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতশিংহ শুভ,ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার,সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেউড়িয়ায় প্রথমবার দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়। এবছরেই ১৩৫ তম তিরোধান দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়ায় মেলাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।







