চাইথোয়াইমং মারমা ,স্টাফ রিপোর্টার (রাঙ্গামাটি):
সমন্বিত উদ্যােগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে স্লোগান ধারন করে রাঙ্গামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার(১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মুখ হতে এক র্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।এসময় রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) ইকবাল বাহার চৌধুরী এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) আবদুল্লা হেল আল মাসুম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,জামাত ইসলামের আমির মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল নোমান, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, পল্লী সঞ্চয় কর্মকর্তা রতন দেব প্রমুখ।
সভায় বক্তারা বলেন বাংলাদেশ দুর্যোগ প্রধান একটি দেশ, প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত হয়, ঘুর্ণিঝড়, ভূমিকম্প সহ নানান দুর্যোগে জনজীবনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাই দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সচেতনতা অত্যাধীক জরুরী। সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, ও স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।