রনজিৎ বর্মন, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি:
বৃহস্পতিবার(৪ডিসেম্বর) বিকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসন , উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিআরআরএ এর আয়োজনে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী প্রতিবন্ধিতা উত্তরণ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআরআরএএর পরিচালক ফরিদা ইয়াসমিন। এসময় আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, সাংবাদিক এসকে সিরাজ, এনজিও প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে দুই দিন ব্যাপী মেলায় স্টল প্রদানে অংশগ্রহণকারী গুমানতলী প্রতিবন্ধী যুব কল্যাণ সমিতি, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা, অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা, উপজেলা সমাজমেব অধিদপ্তর, বুড়িগোয়ালিনী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, দক্ষিণ বঙ্গ ওপিডি নেটওয়ার্ক, ডিআরআরএ, সিডিও, দিশারী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, ব্রেকিং দ্যা সাইলেন্স, সুন্দরবন প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, আটুলিয়া প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, উন্নয়ন, চন্ডিপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সহ মোট ১৫টি সংগঠনকে ক্রেষ্ট প্রদান করা হয়।
পুরস্কার প্রদান শেষে অতিথিবৃন্দ প্রতিবন্ধী ব্যক্তি বা সংগঠন সদস্যদের হাতে তৈরী বিভিন্ন শিল্প কর্ম,খাবার প্রদানের স্টল পরিদর্শন করেন এবং পরবর্তীতে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সাংস্কৃতিক দলের পরিবেশনায় পরিবেশ বিষয়ক জারী গান মঞ্চস্থ করা হয়।

