ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাব্বির শেখকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। তার বাবা মোহাম্মদ সেলিম শেখ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি স্বপনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাব্বিরকে রাজধানীর কামরাঙ্গীরচর কোম্পানি ঘাট ব্রিজ এলাকা থেকে মঙ্গলবার রাতে ধানমন্ডি থানা পুলিশ ও ডিসি রমনার টেকনিক্যাল টিম যৌথ অভিযানে আটক করে।
পুলিশ সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাব্বির শেখ ‘পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন’ বলে সম্প্রতি গ্রেপ্তার হওয়া কয়েকজনের স্বীকারোক্তিতে উল্লেখ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় এনে এসব নাশকতার প্রস্তুতি নিতেন।
পুলিশ আরও জানায়, গত ২৮ নভেম্বর ধানমন্ডি ২৮ নম্বর সড়কে ব্যানারসহ একটি মিছিল বের করার প্রস্তুতি চলাকালে সাব্বির শেখ স্বপনের নির্দেশে ১৫–২০ জনকে জড়ো করেন এবং ঘটনাস্থলে নিজেও উপস্থিত ছিলেন। মিছিলের প্রস্তুতির সময় ধানমন্ডি থানা পুলিশ স্থানীয় মানুষের সহায়তায় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মিছিল আয়োজন ও সমন্বয়ের জন্য সাব্বির টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করছিলেন। সেদিন ধানমন্ডি এলাকা থেকে তিনি পালাতে সক্ষম হলেও পরবর্তীতে প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।

