চাকরি, বদলি বা পদোন্নতির নাম ভেবে টাকা দাবি করছে একটি প্রতারণামূলক চক্র—এমন অভিযোগের প্রেক্ষিতে সতর্কবার্তা জারি করেছে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের প্রধান কার্যালয়, প্রশাসন ও অর্থ উইংয়ের কর্মকর্তাদের নাম ব্যবহার করে মোবাইলে যোগাযোগ করছে কিছু অসাধু ব্যক্তি। তারা চাকরি দেওয়া, বদলি বা পদোন্নতির প্রলোভন দেখিয়ে বড় অঙ্কের অর্থ দাবি করছে। এই ধরনের আর্থিক লেনদেন বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সদর দপ্তর, উন্নয়ন প্রকল্প, আঞ্চলিক কার্যালয়, এটিআই, জেলা-উপজেলা অফিস, হর্টিকালচার সেন্টার, উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র ও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটসহ মাঠপর্যায়ের সব কর্মকর্তাকে সতর্ক থাকতে হবে।
অধিদপ্তর সতর্ক করেছে, এই ধরনের প্রলোভনে প্রভাবিত না হয়ে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। এছাড়া চক্রের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেলে জরুরি ভিত্তিতে অধিদপ্তরের কন্ট্রোল রুমে জানাতে হবে। অভিযোগ জানানোর জন্য প্রকাশ করা হয়েছে তিনটি মোবাইল নম্বর: ০১৭৩৭-৪৬৩০৭৪, ০১৯৫১-৭৮৬৮০৬ ও ০১৯৮৩-৫১৭৫৪৮।

