সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০১-এ দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। মৃত্যুর মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন রোগীর হাসপাতালে ভর্তি সংখ্যা বিভাগ অনুযায়ী: বরিশাল ৬৪, চট্টগ্রাম ৬৩, ঢাকা ৭৩, ঢাকা উত্তর সিটি ৭৫, ঢাকা দক্ষিণ সিটি ৭২, খুলনা ৩০, ময়মনসিংহ ৩১, রাজশাহী ১২ এবং রংপুরে ১ জন।
চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তুলনায় ২০২৪ সালে ৫৭৫ জন মৃত্যুর ঘটনা ঘটেছিল, ভর্তি হয়েছিল ১ লাখ ২১ হাজার ২১৪ জন। আর ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।

