মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে গুড়াডোবা বিলের সৃষ্ট ঘটনার জেরে হামলা মামলাকে কেন্দ্র করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৯অক্টোবর বুধবার দুপুরে মধ্যনগর উপজেলা সদরে এলাকাবাসীর ব্যানারে মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির অফিস ভাংচুর,কর্মীদের উপর হামলা,দোকানপাটের ভাংচুরের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিক্ষুদ্ধ জনতা বক্তব্যে বলেন গোড়াডোবা বিলের সংঘর্ষ হয় বড়খাপন কল্লাপুর লোকজনের সাথে।ঐ সংঘর্ষে আমাদের একাধিক মানুষকে অযথাই মিত্যা মামলা দিয়ে হয়রানি করে এবং আমরা আদালতের মাধ্যমে জামিনে আসি।
উপরোক্ত বিষয়ের জেরে বিক্ষোভ কারীরা ব্যানার,স্লোগান ও বক্তব্যে তুলে ধরেন মধ্যনগর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদারের নির্দেশে তার অনুসারীগণ গতকাল মধ্যনগর টুকের বাজারস্থ বিএনপির অফিস ভাংচুর, হামলা ও দোকানলুপাটের ঘটনা ঘটিয়েছে।উন্মুক্ত বিলাংশের দাবীকারীর পক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মাধ্যমে এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে মোঃমোসাহিদ তালুকদারের অপসারণ চেয়েছেন বিক্ষুদ্ধ জনতা।বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক,মোঃইদ্রিছ আলী,পরেশ সরকার,আব্দুল মজিদ প্রমুখ।
এবিষয়ে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদারের সাথে কথা বললে গণমাধ্যমকে বলেন, ইজারাকৃত বিল নিয়ে একটি জামেলা হয়েছিল।যা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সমাধানও হয়েছে।টুকের বাজারে অফিস রয়েছে দুইটি একটি ৬নং ওয়ার্ডের অন্যটি ৫ও৬নং ওয়ার্ডের। তাদের লোকজন জামিনে এসে ৫/৬নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক অফিস সহ ছবি ভাংচুর ও কয়েকটি দোকানের উপর হামলা চালিয়েছে।আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিত্যা ও বানোয়াট।আমাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এসব কর্মকান্ড চালাচ্ছে একটি পক্ষ।







