জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। তিনি জানান, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগে হাসনাত বলেন, জনগণ যদি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং শিক্ষিত তরুণদের জন্য উন্নত চাকরির সুযোগ সহ স্বাধীন নির্বাচন চায়, তাহলে তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
হাসনাত বলেন, “দেশের দুর্নীতি একটি ফুটা ট্যাংকির মতো। যত পানি ঢালুন, লাভ হবে না। এই দুর্নীতির ছিদ্র বন্ধ করতে হবে। এবারের নির্বাচন হবে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত নির্বাচন, ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন।”
তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে কাউকে ভয় দেখানো হবে না। “আমরা ভালোবাসা দিয়ে মানুষের কাছে পৌঁছাব। প্রয়োজনে পায়ে ধরে সহায়তা চাইব। ভোট ভিক্ষা করা অনেক বেশি সম্মানের কাজ। সাধারণ মানুষ আমাদের সৎ মনে করেছে, তাই সহযোগিতা করছে।”
হাসনাত আবদুল্লাহ জনগণকে এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্যও অনুরোধ করেন।

