চিন্তক ও কবি ফরহাদ মজহার বলেছেন, নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সরাসরি সম্পর্ক নেই। সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের আয়োজন করা এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহার বলেন, “নির্বাচন মানেই গণতন্ত্র — এটি মারাত্মক ভুল ধারণা। গণতন্ত্র আসলে জনগণের সামষ্টিক অভিপ্রায় বাস্তবায়িত হওয়া। এটাকে আরেকভাবে বলা যায়, গণসার্বভৌমত্ব। জনগণের গাঠনিক ক্ষমতা কখনও হরণ করা যায় না। আন্দোলনসহ বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ তার এই ক্ষমতাকে বজায় রাখে।”
তিনি আরও বলেন, “বর্তমান কেন্দ্রীয় ক্ষমতা থাকলেও পুরনো প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে। যেহেতু আমরা বর্তমান রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রেখেছি, তাই এটি জনগণের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। একে ভাঙতে পারছি না। তাই আমাদের নতুন গণপরিষদ গঠন এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া জরুরি।”
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, “জনগণকে বলার সুযোগ দিন, তারা কেমন বাংলাদেশ চায়। জনগণকে ক্ষমতা দিন। শুধু দু-তিনজন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে কার্যকর কিছু হবে না।”
আলোচনা সভায় কর্ণেল (অব.) হাসিনুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

